উয়েফা ন্যাশন্স লিগের চলতি আসরে লিগ ‘এ’র এক নাম্বার গ্রুপের ম্যাচে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুক্রবার (১০ মে) দিবাগত রাতে ঘরের মাঠে ফ্রান্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে অস্ট্রিয়া। স্বাগতিকদের এগিয়ে নেন উয়েইমান। ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এই নিয়ে টানা ৩ ম্যাচে জয়বিহীন রইলো ফ্রান্স।

মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে জায়গা হয়েছে তাদের। আর সমান ম্যাচে ১টি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া।

কিলিয়ান এমবাপ্পেকে শুরুর একাদশে না রাখার ফল হাতেনাতে পায় ফরাসিরা। বলার মতো কোনো আক্রমণ করতে তো পারেইনি, উল্টো ম্যাচের ৩৭তম মিনিটেই গোল হজম করে বসে তারা।

গোল হজমের পর মরিয়া চেষ্টা চালিয়েও জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না ফ্রান্স। পরে এমবাপ্পেকে নামালেও প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না।

অবশ্য শেষ পর্যন্ত বদলি নামা এমবাপ্পেই ফ্রান্সকে রক্ষা করেন। ৮৩তম মিনিটে আরেক বদলি খেলোয়াড় ক্রিস্টোফার এনকুকুর বানিয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করেন পিএসজি তারকা। কিন্তু তাতে সমতা ফিরলেও বাকি সময়ে আর এগিয়ে যাওয়া হয়নি ফ্রান্সের।