শুরুর দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর টানা তিন ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে বেড়েছে আত্মবিশ্বাস। লিভারপুল, সাউদ্যাম্পটনের পর লেস্টার সিটিকে হারিয়েছে রেড ডেভিলরা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটিকে ১-০ গোলে হারায় এরিক টেন হাগের দল। একমাত্র গোলটি করেছেন জ্যাডন সাঞ্চো। লিগ শুরুর দুই ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ ও ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ম্যানইউ।
এরপর লিভারপুলকে ২-১ এবং সাউদ্যাম্পটনকে ১-০ হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৩ মিনিটে গোল করে পার্থক্য গড়ে দেন সাঞ্চো।
রাশফোর্ডের পাসে বক্সের ভেতর বল পেয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন সাঞ্চো।
দ্বিতীয়ার্ধে কাসেমিরো, ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামিয়েও ব্যবধান বাড়াতে পারেনি ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে এক গোলের স্বস্তির জয় নিয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ ম্যাচ খেলে এখনো জয়ের খাতা খুলেনি লেস্টার সিটি। এক ড্র ও চার হারে এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।