পল্লী শ্রী’র উদ্যোগে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন:-

মোঃ আফসার সোহাগ, দিনাজপুর:-

 

২ মার্চ মঙ্গলবার দিনাজপুর মঙ্গলবার দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শ্রী’র আয়োজনে এবং অক্সফাম ঢাকার সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পল্লী শ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলি চৌধুরী, মহিলা বিষয়ক উপ-পরিচালক মোঃ মোরশেদ আলী খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদিকা ফাহিমা ইয়াসমিন কলি।

“কন্যা শিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়” “ছোট একটি উদ্যোগই পারে অনেক বড় পরিবর্তন আনতে” “মুজিব শতবর্ষের অঙ্গীকার সুরক্ষিত হবে মানবাধিকার” এই শ্লোগনকে সামনে রেখে কিশোরীদে আত্মবিশ্বাস সৃষ্টি করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় বনাম নওশীন প্রমিলা ফুটবল একাডেমী এর মধ্যে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ। খেলা পরিচালনা করেন রেফারী ওবায়েদুর রহমান, মোতাহার, বিপ্লব, ফয়জার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ রাজু হোসেন ও সিরাজাম মুনিরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দাতা সংস্থা অক্সফ্যাম ঢাকার পক্ষে জেন্ডার সাসটিজ এন্ড সোস্যাল ইনকুলেশন প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহফুজা আক্তার মালা ও প্রোগ্রাম অফিসার সাদিকা তাবাস্সুম।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম বলেন, নারীদের প্রতিভাকে দেশের উন্নয়নের কাজ লাগাতে হবে। মুজিবের আদর্শকে লালন করে কিশোরী খেলোয়াড়দের আরও এগিয়ে যেতে হবে। শেখ মুজিবুর রহমানের আদর্শ জানতে হবে। আমাদের সন্তান প্রজন্মদের জানাতে হবে। তারা শেখ মুজিবুর রহমানকে জানতে পারলে দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশের উন্নয়নে সবার সাথে নারীরা তাদের দায়িত্ব মেনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবিকারে নওশীন প্রমিলা ফুটবল একাডেমী ০৫-০৪ গোলে বিজয় অজর্ন করে। নওশীন প্রমিলা ফুটবল একাডেমী’র গোলদাতা প্রমিলারা হলেন তন্নী, সাগরিকা, জয়ন্তী, হাফেজা, মিস্টি এবং গোল কিপার, অধিনায়ক ও সেরা খেলোয়াড় হিসেবে েিছলেন প্রমিলা ফুটবল খেলোয়াড় সাগরিকা, জাতীয় দলের খেলোয়াড়।

ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় দলের অধিনায়ক তন্নীমা, গোলকিপার মুন্নি এবং গোলদাতারা হলেন তন্নীমা, সোমা, হালিমা, তারা ও মুন্নি।
খেলা শেষে বিজয়ীদের মাঝে বিজয়ী ট্রফি তুলেদেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার।