বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা বা ভিন্ন পাঁচ আসরে গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

কাতার আসরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ঘানার বিপক্ষে গোল করে ইতিহাসের নতুন এই পাতায় নাম লেখান ৩৭ বছর বয়সী রোনালদো। ওই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল পর্তুগাল।

চারটি আসরে গোল করে এতদিন পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও লিওনেল মেসির পাশে ছিলেন রোনালদো। এবার সবাইকে ছাড়িয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার উঠে গেলেন নতুন উচ্চতায়।

১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০- টানা চার বিশ্বকাপে গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও জার্মানির সিলার। ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ আসরে গোল করেন জার্মানির আরেক খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা।

গত চার আসরে গোল করে তাদের পাশে বসেন রোনালদো। কাতার আসরে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে গোল করে এই তালিকায় নাম লেখান মেসি। আর্জেন্টাইন তারকা এর আগে ২০০৬, ২০১৪ ও ২০১৮ আসরে গোল করেছিলেন।

মেসির মতো রোনালদো প্রথমবার বিশ্বকাপে খেলেন ২০০৬ সালে। সেবার তিনি একটি গোল করেন গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে। ২০১০ ও ২০১৪ আসরেও যথারীতি তিনি একটি করে গোল করেন গ্রুপ পর্বে।

বিশ্বকাপ ইতিহাসে রোনালদোর (৩৭ বছর ২৯২ দিন) চেয়ে বেশি বয়সে গোল করেছেন কেবল ক্যামেরুনের রজার মিলা। ১৯৯৪ আসরে গোল করার দিনে তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। রেকর্ডটি কখনও ভাঙবে কি-না, সন্দেহ!

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোলস্কোরার এখন রোনালদো। তিনি ছাড়িয়ে গেলেন সুইডেনের গুনার গ্রেনকে। ১৯৫৮ আসরে ৩৭ বছর ২৩৬ দিন বয়সে গোল করেছিলেন গ্রেন।

আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলস্কোরার রোনালদোর গোলসংখ্যা বেড়ে হলো ১১৮টি। যার ৮টি বিশ্বকাপে। আর একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন বিশ্ব মঞ্চে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইউসেবিওকে। এই কিংবদন্তি ৯টি গোলই করেছিলেন ১৯৬৬ সালের বিশ্বকাপে।