ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি। সেমিফাইনালে জয়ের নায়ক রোমেলু লুকাকু জালের দেখা পেলেন শিরোপা লড়াইয়ের মঞ্চেও।

দ্রুত সমতা টেনে লড়াই জমিয়ে তোলে পালমেইরাস। অবশেষে অতিরিক্ত সময়ের শেষ দিকের গোলে ক্লাব বিশ্বকাপ জয়ের উৎসবে মাতল চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারাতে রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল চেলসির।

আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে শনিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় শেষে সমতায় থাকার পর যোগ করা অতিরিক্ত সময়ও পার হয়ে যাচ্ছিল ১-১ গোলে। ইউরোপীয় চ্যাম্পিয়নদের অপেক্ষা শেষ হয় ১১৭ মিনিটে। যার গোলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব বিশ্বকাপে গিয়েছিল দলটি, সেই কাই হ্যাভার্টজের গোলেই নিশ্চিত হয় বিশ্বকাপের শিরোপা। ইউরোপসেরা থেকে চেলসি বনে যায় বিশ্বসেরা।