মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ মে, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এ খেলায় উপজেলার ৭’টি ইউনিয়ন অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১৭ মে মঙ্গলবার বিকাল ৪ টায় ধানশাইল ইউনিয়ন বনাম নলকুড়া ইউনিয়ন খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন, খেলার আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি শাহিনুর ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমছের আলম, সেক্রেটারী দুদু মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ন সম্পাদক শাহাদৎ হোসেন মিলন, ইউপি সদস্য মোছা.জোস্না বেগম প্রমুখ।

উক্ত খেলায় ধানশাইল ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে নলকুড়া ইউনিয়ন ফাইনাল রাউন্ডে খেলার স্থান অর্জন করে। খেলাটির ধারাভাষ্য ছিলেন, আশরাফুল আলম। রেফারির দ্বায়িত্বে ছিলেন ইসমাইল হোসেন। তাকে সহযোগীতা করেন, কামাল ও দীপক। উক্ত খেলায় ম্যান অফদা ম্যাচ অর্জন করেন, নলকুড়া ইউনিয়ন দলের জেসি।

অতিথিগণ খেলা শেষে চ্যাম্পিয়ন দল নলকুড়া ইউনিয়ন ও রানার্স আপ দল নলকুড়া ইউনিয়ন দলকে পুরস্কার প্রদান করেন।