লাল-সবুজের জার্সিতে খেলতে প্রস্তুত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এরইমধ্যে বাফুফের সঙ্গে কথাও বলেছেন তার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী।
বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারলে, সেটা সবচেয়ে বড় পাওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানান হামজা।
দেশের নারী ফুটবলের জয়গানের খবরও রেখেছেন হামজা। এ ফুটবলাররা অনেক দূর এগিয়ে যাবে বলেও আশা তার। জামাল ভূঁইয়াদের অনেক ম্যাচের হাইলাইটসও টিভিতে দেখেছেন বলে জানান হামজা।
কয়েক দিন আগেই স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী।
সে সময় অবশ্য কিছুদিন সময় চেয়েছিলেন আগামী দু’বছর তার ফর্ম কেমন থাকে তা দেখার আশায়। তবে, ততদিন আর অপেক্ষা করত চান না হামজা।
এবার তার স্বপ্ন আলোর মুখ দেখছে। লেস্টার সিটি থেকে ধারে ওয়াটফোর্ডে খেলা এই মিডফিল্ডার নিজেই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নাকি এরই মধ্যে যোগাযোগ করেছেন তার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।