রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে পিএসজি। এরপর ঘরের মাঠে বোর্দোর সঙ্গে ম্যাচে মেসির উদ্দেশ্যে ভেসে আসে দুয়ো। যেটা কষ্ট দিয়েছে মেসির ভক্তদের মনে, দ্রুতই তিনি পিএসজি ছাড়বেন এমন চাওয়া তাদের। রোববার (২০ মার্চ) এল ক্লাসিকোর আগে মেসিকে নিয়ে জানতে চাওয়া হয়েছিল বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ কাছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেসি ইতিহাসের সেরা আর বার্সেলোনার দরজা তার জন্য সবসময় খোলা। যতদিন আমি বার্সাতে আছি, ব্যাপারটা এমন যে চাইলে সে প্রতিদিনই আসতে পারে এখানে। আমার মনে হয় তাকে একটা ট্রিবিউট দেয়ার দায় আছে আমাদের।
বার্সার কোচ আরও বলেন, তার পিএসজির সঙ্গে একটা চুক্তি আছে আর আমরা এর চেয়ে বেশি বলতে পারি না। তবে ব্যাপারটা এমন চাইলে সে প্রতিদিনই অনুশীলন দেখতে আসতে পারে আর কোচের সঙ্গে কথা বলতে পারে। মেসি আমাদের যা কিছু দিয়েছে সেটা অমূল্য।
এদিকে, চলতি মৌসুমের শুরুতেও ধুঁকছিল বার্সেলোনা। জাভি দায়িত্ব নিয়েই যেন জাদুর কাঠির মতো বদলে দিয়েছেন দলকে। ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার তিনে আছে তারা। তবে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।