কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরেছে স্পেন। ওই লজ্জার হারের পরেই কোচ লুইস এনরিকেকে চাকরিচ্যুত করার কথা নিশ্চিত করেছে স্পেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘আমরা নতুন এক প্রকল্প হাতে নিতে যাচ্ছি। আমরা তাই লুইস এনরিকে ও তার পূর্ণাঙ্গ কোচিং দলকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাতে চাই।’

লুইস এনরিকের জায়গায় স্পেনের অনূর্ধ্ব ২১ দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। ২০১৮ সালে স্পেনের দায়িত্ব নেওয়ার পর ২০১৯ সালে কিছু সময়ের জন্য কোচের পদ থেকে এনরিকে সরে দাঁড়িয়েছিলেন তার প্রয়াত মেয়ের তখন হাড়ের ক্যানসার ধরা পড়ায়।

পরে আবার দায়িত্বে ফিরে তরুণ এক স্কোয়াড নিয়ে ইউরোতে সেমি-ফাইনালে নিয়ে গিয়েছিলেন দলকে। তবে সেবারও ইতালির কাছে এই টাইব্রেকারে হেরেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে।