ফুটবলের জাদুকর লিও মেসি ইতোমধ্যেই জানিয়েছেন, কাতারই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এদিকে বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল দোহায় পৌঁছেছে দুদিন আগেই। আর মেসির শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে স্পেশাল এক জোড়া বুট তৈরি করেছে অ্যাডিডাস।
এক্স স্পিডপোর্টাল নামের বুটটি পরেই এবারের বিশ্বকাপ মাতাবেন মেসি। অ্যাডিডাসের বুট পরে অনেকেই খেলেন। বিশ্বকাপের আগে অনেক নতুন ডিজাইনের বুট বাজারে ছাড়াও হয়ে থাকে। কিন্তু খুব কম ফুটবলারই নিজের নাম লেখা বুট পরে খেলার সুযোগ পান।
মেসি সেই ফুটবলারদের অন্যতম। তার নতুন বুট দেখে ভক্তরা উচ্ছ্বসিত। সবারই আশা, এই বুট মেসির পক্ষে পয়মন্ত হবে। অ্যাডিডাসের তৈরি করা এক্স স্পিডপোর্টাল বুটটি অন্য সবার থেকে আলাদা। কারণ, এতে রয়েছে সোনালি রঙের ছাপ।
এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া মেসির এই বুটজোড়া দেখে চমকে গিয়েছেন।
তার মতে, এই বুটজোড়া মেসির ক্ষিপ্রতা আরও বাড়াবে। কাতারে বিশ্বকাপে মেসি যে বুটজোড়া পরে খেলবেন, সেটির পুরো নাম ‘দ্য অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।