ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে কঠোর শাস্তি পেয়েছে উত্তর বারিধারা ও চ্যাম্পিয়নশিপ লিগের দল কারওয়ান বাজার। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা উত্তর বারিধারা ক্লাবকে দুই ধাপ নিচে নামিয়ে দেয়া হয়েছে। সেক্ষেত্রে আগামী দুই মৌসুম তাদের খেলতে হবে দ্বিতীয় বিভাগ লিগে।

পাশাপাশি ১০ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া দলটির ৫ ফুটবলারকে আগামী ২ বছর ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে। তারা হলেন- গোলকিপার সাইফুল ইসলাম, ডিফেন্ডার আরিফ খান জয়, সাইদুস্তন ফজিলভ, রাশেদ হোসেন বিপ্লব ও মাহমুদ সাইদ।

চ্যাম্পিয়নশিপের দল কারওয়ান বাজার প্রগতি সংঘকে দুই ধাপ নিচে অর্থাৎ তৃতীয় বিভাগ লিগে নামিয়ে দেয়া হয়েছে। আগামী দুই মৌসুম এই লিগে খেলতে হবে।

সেই সাথে ১০ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে দলটিকে। এছাড়া দলটির ছয় ফুটবলারকে আগামী ২ বছর ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে।

তারা হলেন- ডিফেন্ডার আকরামুজ্জামান,আরিফ হাওলাদার, তরিকুল ইসলাম, হাছিবুল ইসলাম, রাকিব ও মমিনুল ইসলাম।