মণিরামপুর প্রতিনিধিঃ চলতি মাসের ২য় সপ্তাহের শুরুতেই ১ম বারের মতো শুরু হতে যাচ্ছে যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর আসর। যশোর জেলা স্টেডিয়ামে আগামি ৮ই নভেম্বর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম।

‎বৃহত্তর যশোরের ৮টি উপজেলার(ফুটবল টিম) অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতি সভা করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন।

‎সোমবার (৩ নভেঃ) সকাল ১০টায় মণিরামপুর উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। এ সময় আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক,মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু,সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুক,জামায়াতে ইসলামির পৌর সেক্রেটারি মোঃ মহিউল ইসলাম,আহসান হাবিব লিটন,ফুটবল রেফারী কবির হোসেন,গনমাধ্যকর্মী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল খেলোয়াড়েরা।

‎প্রস্তুতি সভায় ফুটবলার নির্বাচন সহ সংশ্লিষ্ট বিষয়ে কয়েকটি কমিটি নির্ধারনের মাধ্যমে উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন এবং মণিরামপুর উপজেলা টিমের কাছে যে কোন মূল্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম আসরের শিরোপা জয়ের দাবী রাখেন আগত অতিথিবৃন্দ।