মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ের ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সততা সংঘ আয়োজিত প্রীতি ম্যাচে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে অবিবাহিত ফুটবল একাদশ জয়ী হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন রোড সংলগ্ন মস্তাননগর কাটাবিল মাঠে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টার।
জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিধান কর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর হোসেন শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোপাল চন্দ্র নাথ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুট্টো, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ও যুবলীগ নেতা ফরিদ আহম্মেদ ভূঁইয়া। খেলার আয়োজন করেন আমির হোসেন, হৃদয়, মোঃ জিলানী, শাহীন ও ফরিদ।
প্রধান অতিথি রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ সময় ধরে করোনার কারণে ছেলেরা খেলাধুলা করতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান ও বন্ধ। এতে করে তাঁরা অলস হয়ে যাচ্ছে। তাই আমি ইউনিয়নে প্রায় ৫ লাখ টাকার খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছি। কারণ যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমি আশা করবো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।