আরও একবার বায়ার্ন মিউনিখের কাছে হার বার্সেলানার। বাভারিয়ানদের জয় ২-০ গোলে। নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে আয়াক্সকে ২-১ গোলে হারিয়েছে অলরেডস।

মৌসুম বদলেছে বদলেছে ফুটবলার। তবে ভাগ্য বদলায়নি বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে আরও এক হার ব্লগরানাদের। রবার্ট লেভানদোভস্কির কাছে ম্যাচটি ছিল বিশেষ। চেনা আঙিনায় সাবেক সতীর্থদের সঙ্গে মিলন মেলার। তবে পারফরম্যান্সে পোলিশ তারকা যেন অচেনা।

আলিয়াঞ্জ অ্যারেনায় লেভানদোভস্কিকেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তা আর হলো কই? প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও দলকে এগিয়ে নিতে পারেননি। উল্টো তার সঙ্গে ভুলের মিছিলে যোগ দিয়েছিলেন পেদ্রি, রাফিনহারা।

প্রথমার্ধে নিজেদের হারিয়ে খুজে ফেরা বায়ার্ন দ্বিতীয়ার্ধে রঙিন। হেডে দলকে লিড এনে দেন লুকাস হার্নান্দেজ। চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুন করেন লেরয় সানে। এ যেন জার্মান ফুটবলারের দক্ষতার নিখুঁত প্রদর্শনী।

‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। এই গ্রুপ থেকে অন্য ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ২-০ গোলে হারায় ইন্টার মিলান। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ইন্টার। সমান ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া প্লজেন তলানিতে।