ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা সেই মার্কিন মডেল এবার ৫৪ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬০০ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে বসলেন।
২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে তাকে ধর্ষণ করেছিলেন পর্তুগিজ মহাতারকা, এমনই অভিযোগ করেন ক্যাথরিন মায়োরগা। রোনালদো অবশ্য সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।
জনপ্রিয় ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর এর মতে, সেই মডেল অতীত এবং ভবিষ্যতের যন্ত্রনা এবং কষ্টের জন্য ৪১.৫ মিলিয়ন ইউরো দাবি করেছেন। বাকি ২০.৫ মিলিয়ন ইউরো চেয়েছেন ক্ষতিপূরণ হিসেবে।
অবশ্য দশ বছর আগে ৩ লক্ষ ৭৫ হাজার ডলারের বিনিময়ে অভিযোগ প্রত্যাহার করে নেন বলে জানা যায়। এরপরও বছর তিনেক আগে ফের এই ঘটনার জন্য নতুন করে মামলা দায়ের করেন সেই নারী। অভিযোগের পাশাপাশি সেই মডেল আরো যোগ করেন, মীমাংসার সময় তিনি যৌন অত্যাচারের সেই বিভীষিকাময় ঘটনায় ভীতসন্ত্রস্ত ছিলেন।
রোনালদো অবশ্য একাধিকবার লাস ভেগাসের এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। ২০১৮ সালে এক টুইটবার্তায় তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত এই অভিযোগ আমি অস্বীকার করছি। আমার এবং আমার বিশ্বাসের সঙ্গে ধর্ষণের মতো এমন জঘন্য বিষয়টি কোনভাবেই যায় না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।