স্পেন, ইতালি ও আর্জেন্টিনা মাতানো স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দলে খেলেছেন তিনি। নামের সঙ্গে রয়েছে তিন শতাধিক গোল এবং এক ডজনের বেশি শিরোপা। এবার অবসরের ঘোষণা দিলেন তিনি।

সোমবার (৩ অক্টোবর) ফুটবলকে বিদায় জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। হিগুয়েইন বলেন, ‘পেশাদার ক্যারিয়ারের দারুণ সাড়ে সতেরো বছর কাটানোর পর, আমি অনুভব করি যে ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, নিজের সবকিছু এবং আরও অনেক কিছু দিয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ যারা সবসময় আমাকে বিশ্বাস করেছেন, বিদায় বলার সময় এসেছে।

তিন-চার মাস আগেই আমি ক্লাবকে অবসরের ব্যাপারে বলেছিলাম, তখন থেকেই জানতাম এমন দিন আসছে। আমি কয়েক বছর ধরেই এ নিয়ে ভাবছিলাম। আমি মিয়ামিতে এসেছিলাম ফুটবল উপভোগ করার জন্য, আমার জীবনের আনন্দের জন্য, আমার ভাই ফেডের কাছাকাছি থাকার জন্য।’