ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আমূল বদলেছে ব্রাজিল দলের ক্যাম্পের পরিস্থিতি। একাধিক ফুটবলার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। করোনা আতঙ্কে কাঁপছে ব্রাজিল শিবির!

ফুটবলারদের উপরে হোটেলের বাইরে না যাওয়ার নির্দেশ জারি হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে দোহার আর আরবি স্পোর্টস ক্লাবের অনুশীলনে সংবাদমাধ্যমের প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

ব্রাজিল শিবিরে চিন্তা বাড়ছে নেইমারসহ একাধিক ফুটবলার অসুস্থ হয়ে পড়ায়। এই তালিকা ক্রমশ বেড়েই চলেছে। জ্বর হয়েছিল বলে স্টেডিয়াম ৯৭৪-এ সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দেখতে আসতে পারেননি তিনি।

এ বার অসুস্থ হয়ে পড়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা-সহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে। কেউ কেউ আবার এর সঙ্গে বমিও করছেন।

অর্থাৎ করোনায় আক্রান্ত হওয়ায় সব রকম উপসর্গ থাকায় উদ্বেগে ব্রাজিল শিবির। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফুটবলারদের মধ্যেও। মঙ্গলবার যেহেতু অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল, তাই মাঠেই নামেননি অ্যালিসন।

হোটেলের জিমেই ফিটনেস ট্রেনিং করেছেন। সুইৎজ়ারল্যান্ড ম্যাচের পরে রাফিনহা ‘মিক্সড জ়োন’ দিয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন হাত দিয়ে নাক ও মুখ ঢেকে। কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দেয়ার জন্য দাঁড়াননি তিনি।

তখনও বোঝা যায়নি, রাফিনহার অদ্ভুত এই আচরণের কারণ কী? বুধবার ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্যই রহস্য ফাঁস করলেন।