নতুন চেহারার একাদশ নিয়ে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে নেমেছিল চেলসি। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি এই বছর মাত্র একটি জয় পাওয়া ব্লুরা। সিগনাল ইদুনা পার্কে প্রথম লেগ হেরেছে ১-০ গোলে।
গোলশূন্য খেলা চলে প্রথম ৪৫ মিনিট। লক্ষ্যে প্রথম শট নিতে দুই দলকেই দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। রিচি জেমসের শক্তিশালী ফ্রি কিক পাঞ্চ করে ফেরান কোবেল। চেলসি কিপার কেপা আরিজাবালাগা থামান জুলিয়ান ব্র্যান্ডটের নিচু ড্রাইভ। ব্লুরা পরাস্ত হয় কোবেলের সেভে। সুযোগ নষ্টের পর পিছিয়ে পড়ে তারা।
৬৩ মিনিটে চেলসির ক্লিয়ারেন্স থেকে মাঝমাঠে বল পান করিম আদেয়েমি। তার মার্কার ফার্নান্দেজকে পেছনে ফেলে কেপাকে বোকা বানিয়ে গোল করেন। তার একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।