উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের শুরুটা মোটেও মনমতো হয়নি ইংল্যান্ডের। গ্রুপ অফ ডেথ তকমা পেয়ে যাওয়া গ্রুপ ৩-এর প্রথম ম্যাচেই হেরে বসেছিল গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল দল হাঙ্গেরির কাছে।
জার্মানির বিপক্ষেও হারের সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে শেষ মুহূর্তে হ্যারি কেইনের পেনাল্টিতে জার্মানিকে ১-১ গোলে রুখে দিয়েছে ইংল্যান্ড। জার্মানির মিউনিখে স্বাগতিকদের মাঠে দুই দলের সবশেষ খেলায় ৫-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল সফরকারীরা! তবে তার পুনরাবৃত্তি যে হচ্ছে না, তা প্রথমার্ধের খেলাতেই বুঝিয়ে দিয়েছে জার্মানি। প্রথমার্ধে বেশ বিবর্ণ ছিল ইংল্যান্ড।
জার্মানি অপেক্ষাকৃত শক্তিশালী দল হলেও গোলের দেখা পায়নি। বিরতির পরই পরিস্থিতির পরিবর্তন ঘটে। জার্মানি এগিয়ে যায় ইয়োনাস হফম্যানের গোলে। শেষ মুহূর্তে জার্মানির ভুলে ম্যাচে ফেরার সুযোগ পায় ইংল্যান্ড।
তবে শেষ মুহূর্তে জার্মানির ভুলে ম্যাচে ফেরার সুযোগ পায় ইংল্যান্ড। রক্ষণের ভুলে পেয়ে যায় পেনাল্টি। তা থেকেই গোল করেন হ্যারি কেইন। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়, ইংল্যান্ড পায় মূল্যবান একটা পয়েন্ট।
এই ড্রয়ের পরও অবশ্য ইংলিশরা আছে টেবিলের তলানিতেই। প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে হারানো ইতালি ৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৩ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে দুইয়ে। ২ ও ১ পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে জার্মানি ও ইংল্যান্ড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।