ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স। ইংল্যান্ডের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের মাঠে ঈদের জামাত আয়োজন করেছে চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা ক্লাবটি।

আজ সোমবার (২ এপ্রিল) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইউরোপের বিভিন্ন দেশ ঈদ উদযাপিত হয়েছে।

ব্ল্যাকবার্নের মাঠ ইউড পার্কে আয়োজন করা হয় ঈদ জামাতের। আজ সকালে অনুষ্ঠিত সেই জামাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মুসল্লি।

ইউড পার্কের জামাতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নিয়েছেন। ইমামতি করেছেন শেখ ওয়াসিম কেম্পসন। শুধু এটুকুই নয়, মুসল্লিদের যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থাও করেছিল ক্লাব কর্তৃপক্ষ।

সকাল ৯টার দিকে ঈদের নামাজ শুরু হয়। নামাজ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পর দুধের তৈরি ঐতিহ্যবাহী খাবারও পরিবেশন করা হয়। অনেকে মেতে ওঠেন ফুটবল খেলায়। এই আয়োজন পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকেরা।