আগামী ২১ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ সরাসরি দেখতে টানা ছয় মাস সাইকেল চালিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেবেন চার আর্জেন্টাইন বন্ধু।

কাতার বিশ্বকাপ উপভোগ করার লক্ষ্যে আগামী মে মাসের ১৫ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে নিজেদের যাত্রা শুরু করবেন চার বন্ধু লুকাস দানিয়েল লেদেজমা, লিন্দ্রো ব্লাঙ্কো, সিলভিও গাতি এবং সেবাস্তিয়ান রদ্রিগেজ।

এর আগে ২০১৪ সালে ব্রাজিল ও ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ দেখতে একাই সাইকেল নিয়ে পাড়ি জমিয়েছিলেন লেদেজমা। এবার তিন বন্ধুকে নিজের সতীর্থ হিসেবে নিচ্ছেন তিনি। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ।

সেখানে যোগ দিতে আফ্রিকার কেপটাউন থেকে ১৫টি দেশ পার হতে হবে চার আর্জেন্টাইন বন্ধুকে।

নিজেদের এই বিশ্বকাপ যাত্রা নিয়ে পেশায় শারীরিক শিক্ষার শিক্ষক দানিয়েল লেদেজমা বলেন, ‘আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে ১৫টি দেশ পার হতে হবে আমাদের।

এজন্য ৬ হাজার ৫২৪ মাইল পথ সাইকেল চালিয়ে পাড়ি দিতে হবে আমাদের। আশা করছি ৬ মাসের মধ্যে আমরা কাতার পৌঁছাতে পারবো, আর ২০২২ বিশ্বকাপ সামনাসামনি উপভোগ করবো।’