মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ আর ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল পরস্পরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ভক্তদের চোখে। সালাহবিহীন লিভারপুর যেন কল্পনাই করতে পারেন না ফুটবপ্রেমীরা।
তবে সালাহকে পেতে উঠেপড়ে লেগেছে বার্সালোনা, ম্যানচেস্টার ইউনাইডেট, পিএসজিসহ বিশ্বের বড় বড় অনেক ক্লাব। কেননা ২০২৩ সালেই লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হবে সালাহর।
তাই সবার মনেই গুঞ্জন, সালাহ কি চুক্তি নবায়ন করবেন? এখন পর্যন্ত মিশরীয় ফরোয়ার্ড এ বিষয়ে মুখ খুলেননি। শুক্রবার (৮ এপ্রিল) স্কাই স্পোর্টসের এক প্রতিবেদক সালাহকে জিজ্ঞেস করলে কৌশলে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।
সালাহ বলেন, আপাতত এসব নিয়ে ভাবছি না। কারণ, দলের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। দলের এখন জয় প্রয়োজন। এমন পরিস্থিতিত আমি কেবল চুক্তি নিয়ে কথা বলতে পারি না। আমি শুধু দল নিয়ে ভাবতে চাই। আমি স্বার্থপর হতে পারি না এবং কেবল আমার বিষয় নিয়েই পড়ে থাকতে পারি না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।