উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের এমন জয়ে দারুণ খুশি বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

নেশনস লিগের এ ফলাফল নিয়ে ফুটবল বিশ্বে চলছে অনেক আলোচনা। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্কেই বড় হয়েছেন। ওই দেশের ঘরোয়া লিগেও খেলেছেন।

স্বাভাবিকভাবেই ডেনমার্কের ম্যাচের দিকে নজর থাকে তার। নেশনস লিগে ডেনমার্কের ফ্রান্স বধের পর মালয়েশিয়া থেকে জামাল ভূঁইয়া তার প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ডেনমার্ক ভালো এবং শক্তিশালী দল কিন্তু অনেকে এই দলটিকে আন্ডার ইস্টিমেট করে। শনিবার (৪ জুন) ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক।

এ জয়ে উয়েফা নেশনস শুরুটা দারুণভাবে করল তারা। সাথে বিশ্বকাপের জন্যও ভালো প্রস্তুতিও হয়ে গেল তাদের। বিশ্বকাপে ফ্রান্সের গ্রুপেই পড়েছে ডেনমার্ক। গ্রুপ ‘ডি’-তে তাদের সঙ্গে রয়েছে ফ্রান্স, তিউনেশিয়া এবং এশিয়া ও আমেরিকা অঞ্চলের মধ্যকার জয়ী দল।