ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজির সঙ্গে দেশটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের নতুন চুক্তির পর থেকেই এর বিরোধিতায় সোচ্চার জনপ্রিয় স্প্যানিশ লিগ লা লিগা।

স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ এবার দাবি জানিয়েছে, ফরাসি তারকার চুক্তি যেন বাতিল করা হয়। শুক্রবার (১৭ জুন) এক সংবাদ সম্মেলনে লা লিগার প্রতিনিধি আইনজীবী হুয়ান ব্রাঙ্কো বলেন, পিএসজির অর্থনৈতিক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাতে তারা আদালতে যেতে প্রস্তুত।

গত গ্রীষ্মের দলবদল থেকে শুরু হয়েছিল এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জন। অনেক নাটকীয়তার পর গত মাসে শেষ মুহূর্তে স্প্যানিশ ক্লাবটিকে ‘না’ করে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। সংবাদমাধ্যমের খবর, ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চুক্তির মাধ্যমে ঘরের ছেলেকে ধরে রেখেছে পিএসজি।

এমবাপ্পের চুক্তির পর পিএসজির লাগামহীন খরচ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল লা লিগা। এরপর ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ লঙ্ঘনের কারণে পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তারা উয়েফার কাছে অভিযোগ করেছে। এর রেশ না কাটতেই এবার পিএসজি ও এমবাপ্পের মধ্যকার চুক্তি বাতিলের দাবি জানাল লা লিগা।

গত গ্রীষ্মের দলবদল থেকে শুরু হয়েছিল এমবাপের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন। অনেক নাটকীয়তার পর গত মাসে শেষ মুহূর্তে স্প্যানিশ ক্লাবটিকে ‘না’ করে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

সংবাদমাধ্যমের খবর, ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চুক্তির মাধ্যমে ঘরের ছেলেকে ধরে রেখেছে পিএসজি। নতুন চুক্তিতে পিএসজি তো বটেই, সব ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন এমবাপ্পে।