কাতার বিশ্বকাপে ট্রফি জয় করে সব অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছেন লিওনেল মেসি। সেই সাথে মাঠে গড়েছেন অনেক রেকর্ডও। লিওনেল মেসি হয়ে উঠেছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। তার হাত ধরেই শিরোপার খরা কাটল আর্জেন্টিনার। প্রথমে কোপা আমেরিকার শিরোপা জয়। এরপর বিশ্বকাপ। এর মধ্যে মেসির অবসর নিয়েও শুরু হয়েছে জল্পনা।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘সে (মেসি) যদি খেলা চালিয়ে যেতে চায়, তাহলে আমাদের সঙ্গে থাকতে পারে। আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবে, নাকি যাবে না কিংবা সে নিজের ক্যারিয়ারকে কোন জায়গায় দেখতে চায়- এসব মেসির একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।’
আরোও পড়ুন:
ক্যাটরিনার কোন গুণে মুগ্ধ ভিকি!
হিজাব পরলে সমস্যা, বিকিনি নিয়েও এদের সমস্যা!
তাকে স্কোয়াডে রেখেই জাতীয় দলকে এগিয়ে নিতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘লিও আমাদের জন্য বড় মাপের একজন খেলোয়াড়। তাকে এবং তার সতীর্থদের কোচিং করানো আমাদের জন্য খুবই আনন্দের। সতীর্থদের মাঝে সে যেভাবে দক্ষতা ছড়িয়ে দেয়, সেটা অতুলনীয়। যা এর আগে আমি কখনো দেখিনি। ’
এদিকে শিরোপা জয়ের পর এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আমি আরো কিছুদিন ম্যাচ খেলার অভিজ্ঞতা নিতে চাই। আমার ক্যারিয়ার প্রায় শেষ দিকে। কারণ এটিই আমার শেষ বছর। ’ এখন মেসির শেষ লক্ষ্য তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।