বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ফুটবলার পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ফুটবলে সমালোচনার জন্ম দেওয়া এমবাপ্পে জন্ম দিলেন আরেকটি সমালোচনার।

মাত্র ১৮০ দিন পর কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। যেখানে বরাবরের মতোই অংশ নিচ্ছে ফুটবল র‌্যাংকিংয়ে ওপরের দিকে থাকা লাতিন আমেরিকার জনপ্রিয় দুদল ব্রাজিল ও আর্জেন্টিনা। যে দেশগুলো ফুটবল খেলার সামর্থ্য নিয়ে বেশ ভালো ধারণা রয়েছে ফুটবলপ্রেমীদের।

এবার এই দুই দেশকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ব্রাজিল-আর্জেন্টিনা উন্নতমানের ফুটবল খেলে না। বরং তার ধারণা, লাতিন আমেরিকা থেকে ইউরোপের অঞ্চলের দলগুলো উঁচুমানের ফুটবল খেলে থাকে।

সম্প্রতি আর্জেন্টিনার গণমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি এ ফরোয়ার্ড বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনা উঁচুমানের ফুটবল খেলে না। আমি মনে করি ব্রাজিল ভালো দল। ইউরোপেরও কয়েকটি দল বেশ ভালো। কিন্তু সুবিধা হচ্ছে ইউরোপে সবসময় উঁচুমানের ফুটবল খেলা হয়। উদাহরণ হিসেবে, আমাদের নেশন্স লিগ আছে। যখন বিশ্বকাপ শুরু হবে তার আগেই আমরা প্রস্তুত হব।

এমবাপ্পে কথার যুক্তিতে যদি ধরা হয় ব্রাজিল ও আর্জেন্টিনা উন্নত ফুটবল খেলে না। তা হলে দেখতে হবে এ দুই দেশ ঘরে তুলেছে মোট ৭টি শিরোপা। যেখানে ফ্রান্সের শিরোপা মাত্র সাতটি। এমবাপ্পের কথা অনুসারে তা হলে লাতিনের দেশ দুটির ৭টি বিশ্বকাপ শিরোপা নিয়ে প্রশ্ন থেকে যায়।