তিন যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির নৈপুণ্যে বিশ্বকাপ নিজেদের করে নেয় আর্জেন্টিনা। বিশ্ব শিরোপা জয়ের আনন্দে ভাসছে গোটা আর্জেন্টিনা। দেশে পৌঁছানোর পর ছাদখোলা বাসে মেসিদের দেওয়া হয় সংবর্ধনা। তবে নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যায় শোভাযাত্রা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাদখোলা বাসে উদযাপনের সময় লাখো লাখো সমর্থক মেসিদের ঘিরে ধরে। ফুটওভার ব্রিজ থেকে কয়েকজন সমর্থক লাফ দেন তাদের টিম বাসের ওপর। এতে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়। তাতে পুরো আর্জেন্টিনা দলই নিরাপত্তাহীনতায় পড়ে যায়। ফলে বাধ্য হয়ে শোভাযাত্রা বন্ধ করে কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি চিকুই তাপিয়ে এক টুইটে বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্ক্ষলা বাহিনী আমাদের উদযাপন বন্ধ করতে বলেছে। খেলোয়াড়দের নাম নিয়ে বলছে, এটি আমাদের জন্য লজ্জার বিষয়।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।