২০১৪ বিশ্বজয়ী জার্মান দলের সহকারী কোচের পদে ছিলেন হান্সি ফ্লিক। সেক্ষেত্রে ফুটবলার ক্লোজেকে খুব কাছ থেকে দেখেছেন বর্তমান বায়ার্ন দলের হেড কোচ। ফ্লিকের সঙ্গে কোচিং যুগলবন্দি প্রসঙ্গে ক্লোজে জানান, ‘জাতীয় দলের সময় থেকে আমরা একে-অপরকে খুব ভালোভাবে চিনি। ব্যক্তিগতভাবে এবং পেশাদার হিসেবেও আমরা একে অপরকে খুব বিশ্বাস করি’।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে অনেক আগেই নাম লিখিয়েছিলেন জার্মানি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানির বিশ্বকাপ জয়ে তারও অবদান ছিল।

অবসরের পর ছিলেন জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের সহকারী কোচ। এবার প্রথমবারের মতো জার্মানির বাইরে এবং প্রধান কোচ হিসেবে কাজ করাতে যাচ্ছেন গোল্ডেন বুটজয়ী এ তারকা।

অস্ট্রিয়ান ক্লাব এসসিআর আলটাহ ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ক্লোসা। এক বিবৃতিতে অস্ট্রিয়ান ক্লাব আলটাখ তাকে কোচ করার ঘোষণা দেয়। ক্লোসা বলেন, ‘এখানে নতুন ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি। শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে।’

২০১৬ সালে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানান জার্মানির সর্বোচ্চ গোলদাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা চারটি বিশ্বকাপ খেলা ক্লোসার সামনে কোচ হিসেবে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ।

এক বিবৃতিতে এই জার্মান কিংবদন্তি বলেন, ‘আলটাহে নতুন চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি আমার ভেতরে কাজ করছে। মনে হচ্ছে আমি সঠিক জায়গাতেই এসেছি।আলটাহকে তলানি থেকে টেনে উপরে ওঠাতে হবে তাকে।