পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব -১৭ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।উদ্বোধনী দিনের খেলায় পাইকগাছা পৌরসভা ও লতা ইউনিয়ন ফুটবল একাদশ এবং কপিলমুনি ও সোলাদানা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

প্রথমে খেলায় পাইকগাছা পৌরসভা ফুটবল একাদশ ২-০ গোলে লতা ইউনিয়ন ফুটবল একাদশকে এবং টাইব্রেকারে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ ৪-২ গোলে সোলাদানা ইউনিয়ন ফুটবলএকাদশকে পরাজিত করে।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, প্যনেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, এসআই মোস্তাফিজুর রহমান, এনআরবিসি ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান,অবঃশিক্ষক অনিল মন্ডল, ডাঃ মৃন্ময় মন্ডল, কাউন্সিলর গোফ্ফার মোড়ল, ইউপি সদস্য মঙ্গল মন্ডল, পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, জামিনুর রহমান রানা, রনি, শেখ হাবিবুর রহমান সহ সরকারী বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।খেলা পরিচালনা করেন শেখ মিনারুল ইসলাম, মফিজুল ইসলাম, দেবপ্রসাদ ব্যানার্জী, রমজান হোসেন ও মঞ্জুরুল ইসলাম।

একই ভেন্যুতে আজ প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে দুপুরে হরিঢালী ও চাঁদখালী এবং গদাইপুর ও গড়ইখালী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।