আসন্ন কাতার বিশ্বকাপই হয়ে যেতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ। নেইমারও বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন। তাই তো অবসরের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি কে পড়বেন তা জানিয়ে গেলেন নেইমার নিজেই। ব্রাজিলের সব সেরা খেলোয়াড়রা পরেছেন ১০ নম্বর জার্সি।
ফুটবলে ১০ নম্বর জার্সির কদরটা দলের অন্য সব জার্সির চেয়ে একটু বেশি। এই জার্সি পরে পেলে খেলেছেন, এরপর জিকো, রিভালদো, রোনালদিনিওরাও খেলেছেন। এমন জার্সি নিয়ে বাড়তি আগ্রহ না থেকেই পারে না।
সম্প্রতি এক সাক্ষাতকারে নেইমারের সতীর্থ রদ্রিগো জানান, ‘নেইমার আমাকে বলেছেন, আমি জাতীয় দল ছেড়ে চলেই যাচ্ছি, আর ১০ নম্বর জার্সিটা তোমার হবে।’ রদ্রিগো আরও বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না তাকে আমার কী বলা উচিত।
আমি লজ্জা পেয়ে গিয়েছিলাম, বোকার মতো হেসেছিলাম কিছুক্ষণ, ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি তাকে বলেছিলাম যে, তাকে আরও কিছুদিন খেলতে হবে। কারণ, তিনি এখনই তা করুক, আমি এটা তা চাই না। এরপর তিনি হেসেছিলেন।’
৩০ বছর বয়সী নেইমার এরই মধ্যে ব্রাজিলের হয়ে ৭৪টি গোল করে ফেলেছেন। ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে রয়েছেন তিনি।পেলে, জিকোদের উত্তরসূরি হয়েছেন নেইমার। হয়তো খুব বেশিদিন হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাতে পারেন নেইমার।
নেইমারের কাছে প্রশংসা পাওয়ার পরও নিজেকে মাটিতেই রাখছেন রদ্রিগো। নেইমারের সাথে আরও কিছুদিন ড্রেসিং রুমের অভিজ্ঞতা ভাগাভাগি করতে মরিয়া এই রিয়াল তারকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।