লিওনেল মেসির কারণেই ৩৬ বছরের বিশ্বকাপ জয়ের খরা কাটাল আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতে নেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে গোল করে গোল্ডেন বুট জয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

মেসির এমন জয়ে আনন্দিত বন্ধু, সতীর্থ, ভাই কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী নেইমার জুনিয়র। ফুটবল রাজ্যের মুকুট মাথায় তোলা বন্ধুকে অভিনন্দন জানাতে ভোলেননি ব্রাজিলের প্রাণভোমরা নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে মেসির বিশ্বকাপ ও গোল্ডেন বল হাতের একটি ছবি পোস্ট করে নেইমার লেখেন- অভিনন্দন ভাই।

ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী ছাড়িয়ে দুই দেশের খেলোয়াড়দের বন্ধুত্ব এখন বেশি দেখে যায়। আর মেসি-নেইমারের বন্ধুত্বের কথা তো সবারই জানা। বার্সেলোনা থেকে পিএসজি, দুজনের সম্পর্ক রূপ নিয়েছে ভালোবাসায়। যার প্রমাণ মিলে ২০২১ সালের কোপার ফাইনালেও।