বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। এই ম্যাচে রোনালদোর আগুনে পুড়তে পারে প্রতিপক্ষ! দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নেমে গোল না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো!

তাই সুইজারল্যান্ডের বিপক্ষে গোলের জন্য মরিয়া হয়ে থাকবেন রোনালদো। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পর্তুগাল-সুইজারল্যান্ড ফুটবলীয় লড়াইয়ে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১ বার জয় পেয়েছে সুইজারল্যান্ড। ৯ বার জয় পেয়েছে পর্তুগিজরা। ৫ বার ড্র হয়েছে। দিনের অন্য ম্যাচে রাত ৯টায় মুখোমুখি হবে ভূমধ্যসাগরীয় উপকূলের দুই দেশ মরক্কো এবং স্পেন। যদিও দেশ দুটি ভৌগলিকভাবে পাশাপাশি তবে একটির অবস্থান আফ্রিকায় অন্যটি ইউরোপে।

এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে। কোস্টারিকা বাদে গ্রুপের বাকি দুই ম্যাচে লুইস এনরিকের এই কৌশল ধোপে টেকেনি। কিন্তু মরক্কো তাদের কাউন্টার অ্যাটাক দিয়েই হারিয়েছে বেলজিয়ামকে। পয়েন্ট কেড়ে নিয়েছে ক্রোয়েশিয়ার কাছ থেকেও। মরক্কো ও ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে গ্রুপসেরা হয় মরক্কো। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে এসেছে আফ্রিকার দলটি। স্পেনকে হারাতে পারলে ক্যামেরুনের গড়া একটি রেকর্ডে ভাগ বসাবে ‘অ্যাটলাস লায়ন’ খ্যাত দলটি।