মাদ্রিদ ডার্বির প্রথম এক ঘণ্টা ছিল উত্তেজনাহীন। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ যেন শপথ করেছে গোল হজম করা যাবে না। বেশির ভাগ সময় ‘ঘুমিয়ে’ থাকা মাদ্রিদ ডার্বি গা ঝাড়া দিয়ে জেগে উঠে ম্যাচের শেষ আধা ঘণ্টায়।

দশজনের দলে পরিণত হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদের হঠাৎ এগিয়ে যাওয়া, স্তব্ধ হয়ে যাওয়া সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানো- বেশ নাটকীয়তাই দেখা গেল শেষপর্যন্ত।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। পয়েন্ট হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল শিরোপা দৌড়ে পিছিয়ে দিয়েছে অনেকটাই।

লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়ে গেল আরও একটু। দুইয়ে থাকা কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট এখন ২৩ ম্যাচে ৫২। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা শীর্ষে আছে ৫৯ পয়েন্ট নিয়ে।