টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের পর গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অতিরিক্ত সময়ে এক গোল করে রিয়াল মাদ্রিদকে বাঁচালেন করিম বেনজিমা।

কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ফিরতি লেগে ৯৬ মিনিটে বেনজিমার করা গোলটি রিয়ালকে নিয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।

‘এর আগে শেষ ষোলোর ম্যাচে পিএসজির মাঠে থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরলেও ঘরের মাঠে বেনজিমার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পায় রিয়াল। এরপর কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে প্রথম লেগে এই ফরাসি স্ট্রাইকারের উড়ন্ত হ্যাটট্রিকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারলেও রিয়ালের সেমিতে যাওয়া আটকাতে পারেনি চেলসি। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন করিম বেনজিমা। একের পর এক গোল করে জেতাচ্ছেন দলকে।

সব প্রতিযোগিতা মিলে ৩৮ ম্যাচ খেলে করেছেন ৩৮ গোল। লা লিগায় ২৭ ম্যাচে সর্বোচ্চ ২৪ গোল করেছেন বেনজিমা। রিয়ালও আছে লিগ টেবিলের শীর্ষে। আর চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে করেছেন ১২ গোল।

চলতি আসরে ১৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা বায়ার্ন মিউনিখের লেভানদোস্কি। তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ভিয়ারিয়ালের কাছে ২-১ গোলে হেরেছে ছয়বারের চ্যাম্পিয়নরা।