সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করে অপরাজিত দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের এই ঐতিহাসিক শিরোপা জয়ে অনন্য অবদান রাখেন অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিকসহ আট গোল করে মেয়েদের সাফে সর্বাধিক গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন সাবিনা। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বুটও জিতে নেন তিনি।
পুরো টুর্নামেন্টে সাবিনার আধিপত্যে একের পর এক মালদ্বীপ, পাকিস্তান, ভারত, ভুটানের পর নেপালকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। প্রতিটি খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা।
গোল্ডেন বুট জয়ের পর সাবিনা বলেন, এ টুর্নামেন্টই আমার ক্যারিয়ার সেরা। ১২ বছরের অপেক্ষার অবসান ঘটেছে এখানে। এ দিনটিই আমার জীবনের সেরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।