পিএসজির হয়ে আর একটি গোল করতে পারলেই বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অনন্য রেকর্ড গড়বেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যেখানে আগেই অবস্থান করছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি ক্লাব আল নাসরের পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে মাঠে নেমেছিলে আর্জেন্টাইন তারকা মেসি। খুদে জাদুকরের শেষ মুহূর্তের গোলে পিএসজি ৪-৩ এ ম্যাচটি জিতে নেয়। মেসি গোলটি করেছিলেন ইনজুরি টাইমের শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে।
সেই গোলটি ছিল মেসির ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ৬৯৯তম গোল। আর মাত্র একটি গোল করলেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টিনার এলএমটেন। আগামী ২৭ ফেব্রুয়ারি মার্শেইর বিপক্ষে ম্যাচে একটি গোল করলেই তিনি এ ক্লাবে প্রবেশ করবেন।
অবশ্য মেসির আগে আরও একজন এই ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি হচ্ছে বর্তমানে আল নাসেরে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে মেসির সামনে সুযোগ ৭০০ গোল করার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।