ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাংলাদেশে নতুন নয়। ওয়ার্ল্ডকাপ চলাকালে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের পতাকা উড়িয়ে নিজেদের ফুটবল প্রেমের জানান দেন এদেশের মানুষ। কাতার বিশ্বকাপে বাংলাদেশিদের নিরঙ্কুশ সমর্থন ফলাও করে প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমগুলোতে। যা চোখে পড়েছে আর্জেন্টিনারও। খোদ লিওনেল মেসি বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
এবার বাংলাদেশের পতাকা উড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো আর্জেন্টাইন লীগ কর্তৃপক্ষ। আর্জেন্টাইন প্রিমেইরা ডিভিশন লীগে গতকাল দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে আর্জেন্টিনার পতাকা উড়ানো হয়। তার মাঝে ছিল বাংলাদেশের বড় একটি লাল-সবুজ পতাকা। সেই ছবি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে আর্জেন্টিনার ঘরোয়া লীগের আয়োজক ‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা আফা’।
ক্যাপশনে লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নরা তোমাদের প্রতি চির কৃতজ্ঞ।’ আর বাংলাদেশের পতাকা প্রদর্শনে লিগা প্রফেশনালের সেই পোস্টে আনন্দ প্রকাশ করছেন এদেশের নেটাগরিকরা। একজন লিখেছেন, ‘বাংলাদেশকে সম্মান জানানোয় তোমাদের ধন্যবাদ।’ একজন মন্তব্য করেছেন, ‘যখন থেকে ফুটবল বুঝি তখন থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। বাংলাদেশ থেকে ভালোবাসা জেনো।’
সেবার তারা নিজেদের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে একটি এডিট করা ছবি আপলোড দিয়েছিল। যেখানে দেখা যায়, মেসি বাংলাদেশের পতাকা হাতে দৌড়াচ্ছেন। ছবিটা বাংলাদেশের সমর্থক এবং বাফুফেকে উৎসর্গ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।