বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড সাতবারের ব্যালন ডিঅর জয়ী মেসি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কাতারেই শেষ হচ্ছে তার বিশ্বমঞ্চের যাত্রা। তবে বিষয়টি নিয়ে তখন ধোঁয়াশা থাকলেও ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেই ঘোষণা দিয়েই দিলেন মেসি।
তিনি বলেন, ফাইনাল ম্যাচই হতে যাচ্ছে তার বিশ্বকাপে শেষ ম্যাচ। আর্জেন্টিনার গণমাধ্যম দারিও দেপোর্তিভো ওলেকে মেসি জানান, কাতার বিশ্বকাপের ফাইনাল খেলে আমি বিশ্বকাপ যাত্রার ইতি টানব। আমরা মাত্র একধাপ দূরে আছি। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এবার বিশ্বকাপ জয় করব।
তিনি বলেন, পরের বিশ্বকাপের এখনো অনেকটা বাকি। আমার মনে হয় না আমি সেটিতে থাকতে পারব। কাজেই এভাবে শেষ করতে পারায় হবে সেরা। তবে আর্জেন্টিনার হয়ে আর কোনো ম্যাচ খেলবেন কিনা তা পরিষ্কার করেননি মেসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।