৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপের খরা ঘোচালো লিওনেল মেসি। এমনকি ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রথম বিশ্বকাপ জিতলেন তিনি। এখন মেসিদের প্রশংসায় সারাবিশ্ব। প্রশংসা করতে ভুলেনি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

বিশ্বকাপজয়ী ‘কালো মানিক’ খ্যাত পেলে বললেন, ‌‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী ‘কালো মানিক’ খ্যাত পেলে বললেন, ‌‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার।

আরোও পড়ুন:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিসি

মেসি ঘোষণা দিলেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন

নতুন শিক্ষাবর্ষ সরবরাহ হয়েছে ২৭ শতাংশ পাঠ্যবই!

তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে। অভিনন্দন আর্জেন্টিনা, নিশ্চয়ই ডিয়েগো এখন হাসছে।’ তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন। পেলে লিখলেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছো। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

আরোও পড়ুন:

মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের বিজয় দিবস পালন ও নতুন কমিটি ঘোষণা

১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা

টাইব্রেকারে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

মরক্কোর সাফল্যে আফ্রিকার জাগরণের কথাও উল্লেখ করেন পেলে, ‘আমি মরক্কোকে অভিনন্দন জানাতে ভুলব না, অসাধারণ যাত্রা ছিল তাদের। দেখে ভালো লাগছে আফ্রিকা এগিয়ে যাচ্ছে।’