ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের শেষ হয়েছে হেক্সা মিশন। শুক্রবার (৯ ডিসেম্বর) নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারে ব্রাজিল। পরে ৬১ বছর বয়সী তিতে নিশ্চিত করে দেন, সেলেসাওদের দায়িত্বে আর থাকছেন না তিনি।
আরোও পড়ুন:
হেরেছে নেইমারের ব্রাজিল, এগিয়ে মেসির আর্জেন্টিনা
ব্রাজিল গোল করলেই পোশাক খুলবেন এই মডেল!
তিতে বলেন, আমি এক দেড় বছর আগে যা বলেছি (বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ব) সেই কথা থেকে সরে আসছি না। নাটকের কোনো প্রয়োজন নেই। আরও অনেক ভালো পেশাদার মানুষ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। এই চক্রের সমাপ্তি এখানেই। ২০১৬ সালের জুনে আগের কোচ দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিতে।
তার যাত্রা শুরু হয় ওই বছরের সেপ্টেম্বরে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে। সব মিলিয়ে তার কোচিংয়ে ৮১ ম্যাচ খেলে ব্রাজিলের জয় ৬১টি, হার ৭টি। ২০১৯ সালে তিনি ব্রাজিলকে জেতান কোপা আমেরিকা শিরোপা। তবে টানা দুই বিশ্বকাপেই ব্রাজিল বিদায় নিল শেষ আট থেকে। চার বছর আগে রাশিয়া আসরে এই ধাপে বেলজিয়ামের কাছে হেরেছিল তিতের দল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।