কাতারে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারে অনেক কিছু পেলেও অপূর্ণ ছিল বিশ্বকাপ ট্রফি জয়। কাতারে কাঙ্ক্ষিত সেই শিরোপা জয়ের স্বাদ পাওয়ার মধ্য দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে কোনো হোটেলে না থেকে বিশ্ববিদ্যালয়ে থাকার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপ চলাকালে মেসি যে রুমে ছিলেন, সেটিকে মিনি জাদুঘর করার চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কাতার বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও জনসংযোগ পরিচালক হিটমি আল হিটমি বলেছেন, ‘মেসির জিনিসপত্র শিক্ষার্থী এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা হবে। যাতে পরবর্তীতে সবাই সেই মুহূর্তকে উপলব্ধি করতে পারে, যে মুহূর্তে মেসি এই কক্ষে শুয়ে বিশ্বকাপ পরিকল্পনা তৈরি করতেন।’
ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। কাতারের সংবাদ সংস্থা কিউএনএ বলেছে, ‘মেসির জিনিসপত্র ছাত্র এবং দর্শকদের জন্য অপরিবর্তিত রেখে সেটিকে মিনি জাদুঘর করা হবে। এখন থেকে সেখানে কেউ বসবাস করতে আসবে না, ঘুরতে আসবেন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।