দায়োত উপামেকানো, আন্দ্রিয়াঁ রাবিও ও কিংসলি কোমানের পর এবার ভাইরাসে আক্রান্ত হয়েছে ফরাসি রক্ষণের দুই প্রাণ রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাতে। খবর, লে’কিপের। একদিন পরেই আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স। ফ্রান্স শিবিরে ক্যামেল ভাইরাস হানা দেয়ায় ক্রমেই তারা হারাচ্ছেন মনোবল। তাহলে কি বিনাযুদ্ধে বিশ্বকাপটা পেয়ে যাবেন মেসিরা?
ফরাসি শিবিরে দুশ্চিন্তা বেড়েই চলেছে। অন্যান্য দল যেখানে ইনজুরির সঙ্গে লড়াই করছে সেখানে তাদের লড়াইটা মধ্যপ্রাচ্যের এক ভাইরাসের সঙ্গে। ‘ক্যামেল’ নামক এ ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জ্বর আসবে, এরপর কাশি শুরু হবে; থাকবে ডায়রিয়া আর বমি বমি ভাবও। এমন ভাইরাস নিয়ে মাঠে খেলা যাওয়া অসম্ভব। ঠাণ্ডাজনিত কারণে এই ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এর আগে ভাইরাসে আক্রান্ত হয়ে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে খেলতে পারেননি ফ্রান্সের ডিফেন্ডার দায়োত উপামেকানো ও আন্দ্রিয়াঁ রাবিও। ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে রোববার (১৮ ডিসেম্বর) মাঠে নামার তিন দিন আগে একই ভাইরাসে আক্রান্ত হন ফরোয়ার্ড কিংসলি কোমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।