ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব চেলসির মুখ থেকে সেভিয়ার ফরাসি ডিফেন্ডার জুল কুন্দেকে ছিনিয়ে নিয়ে এলো স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।

২০১৯ সালে বোর্দো থেকে লা লিগার ক্লাব সেভিয়াতে যোগ দেয়ার পর শতাধিক ম‍্যাচ খেলেন। প্রথম মৌসুমেই জেতেন ইউরোপা লিগ শিরোপা।

২৩ বছর বয়সী কুন্দের জন্য কত খরচ হলো জানায়নি কোনো ক্লাবই। তবে গণমাধ‍্যমের খবর অনুযায়ী ৫ কোটি ৫০ লাখ ইউরো দিতে হবে বার্সেলোনাকে।

ক্লাবটি বৃহস্পতিবার (২৮ জুলাই) এক বিবৃতিতে জানায়, সেভিয়ার সঙ্গে সব কাজ শেষ, স্রেফ মেডিক‍্যাল ও চুক্তিতে স্বাক্ষর বাকি। দলবদলের গত উইন্ডোতে কুন্দেকে পেতে অনেকবার প্রস্তাব দিয়েছিল চেলসি। আর গণমাধ‍্যমের খবর অনুযায়ী এবার ফরাসি ডিফেন্ডার ইংলিশ ক্লাবে যোগ দেয়ার খুব কাছেই ছিলেন।

কিন্তু শেষ সময়ে এসে তাকে কাতালান নিয়ে গেল বার্সেলোনা। এবারের দলবদলেই চেলসিকে হতাশ করে লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে নিয়ে আসে বার্সেলোনা।

সেভিয়াতে তিন বছর কাটিয়ে ক্যাম্প ন্যুয়েই নতুন ঠিকানা খুঁজে নিলেন কুন্দে।