মাত্র মাত্র দিনকয়েক বাকি। এরপরই শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ।
আগামী ২০ নভেম্বর, কাতারে ফিফা বিশ্বকাপের ২২তম আসর বসছে। এরইমধ্যে আর্জেন্টিনা, ব্রাজিলসহ কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে।
কাতার বিশ্বকাপে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কানাডা। কানাডার দলে রয়েছেন শরণার্থী শিবিরে জন্ম নেওয়া ফুটবলার আলফানসো দেভিস। ঘানার এক শরণার্থীশিবিরে জন্ম হলেও লাইবেরিয়ার গৃহযুদ্ধের সময় ২০০৫ সালে কানাডায় স্থানান্তরিত হয় দেভিসের পরিবার। সেখান থেকেই ফুটবলার হিসেবে যাত্রা শুরু আলফানসো দেভিসের। কানাডার বিশ্বকাপ দলে এই লেফটব্যাক খেলোয়াড় ফরোয়ার্ড হিসেবে ডাক পেয়েছেন।
কানাডার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার
রক্ষণভাগ : স্যামুয়েল অ্যাডেকুগবে, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লারিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, ডেরেক কর্নেলিয়াস
মধ্যমভাগ : লিয়াম ফ্রেজার, ইসমায়েল শঙ্কু, মার্ক-অ্যান্টনি কায়, ডেভিড ওথারস্পুন, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, স্টিফেন ইউস্টাকিও, স্যামুয়েল পিয়েট
আক্রমণভাগ : তাজন বুকানন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, জুনিয়র হোয়েলেট, জোনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।