শাহীন আলম,রূপদিয়া প্রতিনিধি।। যশোর সদর উপজেলার রূপদিয়া সাবজোনে ৫০ তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল (স্কুল,মাদ্রাসা ও কারিগরি) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় দলে জয় লাভ করে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি।
সকালে বালিকা দলের ফাইনাল খেলায় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি ২-১ গোলে রূপদিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
পরে বালক দলের ফাইনাল খেলায় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি ৩-২ গোলে দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
উক্ত খেলায় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর সভাপতি এ্যাড. মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান ছিলেন যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, রূপদিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির টু আইসি আজাদুল ইসলাম আজাদসহ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।