সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্ধোধন করেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিযোগিরা ও শিক্ষকরা। উদ্বোধনের পরেই বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।