সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

এশিয়া কাপে পাকিস্তানের এমন হারে রীতিমতো হতাশ দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। তিনি বলেছেন, এশিয়া কাপের ফাইনালে বাবর আজমরা যেভাবে হেরেছে তা আমাকে কষ্ট দিয়েছে।

ক্রিকেট পাকিস্তানকে মিয়াঁদাদ জানিয়েছেন, আমার মতো মানুষ ঘরে বসে সময় কাটাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি কিছু চাই না। আমি পাকিস্তানকে সবার আগে রাখি। আমরা টাকা চাই না। আমার কাছে অভিজ্ঞতার ভাণ্ডার রয়েছে। আমি নিশ্চিত ক্রিকেটাররা আমার কাছ থেকে অনেক বেশি উপকৃত হবে।

দেশের হয়ে ১২৪টি টেস্ট এবং ২৩৩টি ওয়ানডে খেলা মিয়াঁদাদ আরও বলেন, আমি যদি এশিয়া কাপের ফাইনালের সময় মাঠে থাকতাম, আমি বাবর-রিজওয়ানদের হাতে উইকেট রাখতে বলতাম। সময়মতো রানের গতি বাড়াতে নির্দেশ দিতাম। ওরা মাঠে নেমেই মারতে যায়। জানেনা কোন বোলারটাকে মারতে হয়। ওটাই সব থেকে বড় সমস্যা। উইকেটে কখন কামড়ে পড়ে থাকতে হবে সেটাও ওদের জানা নেই।

সূত্র: ক্রিকটেকার, রিপাবলিক ওয়াল্ড