![আনুশকার সঙ্গে স্কুটারে ঘুরছেন কোহলি](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/dkk687-18.jpg)
আনুশকার সঙ্গে স্কুটারে ঘুরছেন কোহলি
আনুশকার সঙ্গে স্কুটারে ঘুরছেন কোহলি
ক্রিকেটের ময়দানে সময়টা মোটেও ভালো কাটছেনা বিরাট কোহলির। দলগত সাফল্যে ভাটা না পড়লেও ব্যক্তিগত পারফর্মেন্সে প্রায় দু’বছর ধরে সেঞ্চুরির দেখা পাননি কোহলি। অন্য খেলোয়ারদের জন্য বিষয়টি সাধারণ হলেও কোহলির মতো খেলোয়ারের কাছে এটি অপ্রত্যাশিত।
তবে মাঠে যেমনই যাক, মাঠের বাইরে স্ত্রী আনুশকা শর্মার সাথে জীবন উপভোগ করতে তিল পরিমাণ ছাড় দেন না সাবেক এই ভারতীয় অধিনায়ক। স্ত্রী আনুশকাও সুযোগ মিললেই স্বামীর সাথে জীবনকে উপভোগ করতে ভালোবাসেন।
সম্প্রতি এই তারকা জুটিকে দেখা গেছে মুম্বাইয়ের ব্যস্ততম সড়কে। যেখানে একটি স্কুটিতে দু’জন আপন সুখে মুম্বাইয়ের রাস্তার সৌন্দর্য উপভোগ করছেন। মানুষের কাছ থেকে বাঁচতে দু’জনে ফুল ফেসড হেলমেট পরলেও পাপারাজ্জিরা ঠিকই ধরে ফেলেন তাদের।
শনিবার (২০ আগস্ট) মুম্বাইয়ের লাগোয়া মাধ আইল্যান্ডে একটি বিজ্ঞাপনের দৃশ্যায়নে অংশ নিয়ে ফেরার সময় স্কুটারে বাসায় ফেরেন ভিরুষ্কা। এসময় কালো রঙের স্কুটারে থাকা কোহলির পরনে ছিল সবুজ শার্ট এবং কালো প্যান্ট। কালো রঙের ট্র্যাক স্যুটে স্কুটারের পেছনে ছিলেন আনুশকা শর্মা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।