হজ পালন শেষে রোববার (১৭ জুলাই) দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
হজ পালনের জন্য উইন্ডিজ সফর থেকে বিদায় নিয়েছিলেন মুশফিক। লঙ্কানদের বিপক্ষে টেস্টের পরই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন তিনি। বিসিবি বরাবর ছুটি চেয়ে চিঠি দিয়েছিলেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবেক উইকেটরক্ষকের ছুটি মঞ্জুর করেছে।
এর আগে, গত ১ জুলাই মুশফিক সৌদি আরবের উদ্দেশে রওনা করেন। সেখানে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন মুশফিক। কাবা শরিফের সামনে সেই ছবি তুলেছিলেন মুশফিক। সেই ছবির ক্যাপশনে দোয়ার ইমোজি ব্যবহার করেছেন। এর আগে, বাংলাদেশের সাবেক এ অধিনায়ক ওমরাহ পালন করলেও হজ পালন করছেন এবারই প্রথম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।