পিছিয়ে পড়েও আয়াক্সকে উড়িয়ে দিয়েছে নাপোলি। ডাচ চ্যাম্পিয়নদের ইতালিয়ান জায়ান্টরা হারিয়েছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। নবম মিনিটে কেনেথ টেলরের শট সতীর্থ কুডুসের পায়ে লেগে জালে জড়ায়।

আমস্টারডাম এরেনায় উৎসব বেশিক্ষণ টেকেনি। স্বাগতিকরা নাপোলির মুহুর্মুহু আক্রমণের সঙ্গে পেরে ওঠেনি। ১৮তম মিনিটে রাসপাডোরি ডাইভিং হেডে সমতা ফেরান।

কর্নার থেকে উড়ে আসা বলে ডি লরেঞ্জো হেড করে ২-১ করেন। বিরতির আগে জিয়েলিনস্কিকে দিয়ে দলের তৃতীয় গোল করান আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগুইসা। বিরতির পর দ্বিতীয় মিনিটে আবারও রাসপাডোরিকে গোল বানিয়ে দেন তিনি।

আগামী বুধবার ইতালিতে দুই ক্লাব আবারও মুখোমুখি হবে। ওই ম্যাচেই নাপোলি নিশ্চিত করে ফেলতে পারে নকআউট।